খুলনায় ২৪ ঘণ্টায় করোনায় ৮ মৃত্যু

খুলনার তিন হাসপাতালে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গে ৮ জন মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা এই সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।
মৃতদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে পাঁচজন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুজন, গাজী মেডিকেল হাসপাতালে একজন রয়েছেন।
বিষয়টি পৃথক পৃথকভাবে নিশ্চিত করেছেন তিন হাসপাতালের মুখপাত্র।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২১ জন। যার মধ্যে রেড জোনে ৪৬ জন, ইয়ালো জোনে ৪২ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১৩ জন ভর্তি রয়েছেন। এছাড়া একদিনে ভর্তি হয়েছেন ১৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত একদিনে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৬ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত একদিনে পাঁচজন ভর্তি হয়। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত একদিনে হাসপাতালের করোনা ইউনিটে দেলোয়ার হোসেন (৫২) নামে একজন মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১ জন।আইসিইউতে রয়েছেন ছয়জন এবং এইচডিইউতে আছেন তিনজন। এছাড়া নতুন করে ভর্তি হয়েছেন চারজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।