খেলাধুলা মানুষের বিনোদনের মাধ্যম হিসেবে স্বীকৃত : পুলিশ সুপার

বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেছেন, অতীতকাল থেকেই খেলাধুলা মানুষের বিনোদনের মাধ্যম হিসেবে স্বীকৃত। খেলাধুলার জয় পরাজয় থেকে মানুষ খুব সহজেই জীবনের জয় পরাজয়গুলোকে মেনে নিতে শিখে। খেলাধুলা একদিকে মানুষকে শক্তি ও সাহস যোগায়, অপরদিকে তা প্রেরণারও উৎস।
সোমবার বিকালে বরিশাল পুলিশ লাইন্সে বরিশাল রেঞ্জ আন্তঃ জেলা ক্রিকেট প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, খেলায় জয় পরাজয় থাকা সত্বেও এ খেলাকে ধরে রাখতে হবে। আমরা ভাল একটা টিম তৈরি করার জন্য এ খেলার আয়োজন করেছি। আজকের এ খেলার মাধ্যমে সবার মাঝে অনুপ্রেরণা তৈরি হয়েছে।
তিনি বলেন, বরিশাল বনাম পটুয়াখালী দু দলই ভাল খেলছে। দু দলের খেলাই প্রাণবন্ত হয়েছে। কে ভাল খেলছে আর কে খারাপ খেলছে সেটা দেখার বিষয় নয়। আমরা বরিশাল রেঞ্জ পুলিশ একটি পরিবারের সদস্য। এখানে সবাই সমান। কারো মধ্যে কোন প্রতিহিংসা নেই। মনে রাখতে হবে ভাল খেলোয়াড়রা কোন খারাপ নেশার দিকে ঝুঁকতে পারে না। সুতরাং ভাল খেলোয়াড় হিসেবে আমাদেরকে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বরিশাল পুলিশ কমান্ডিং ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মো. মহিউল ইসলাম, বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাইমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, সহকারী পুলিশ সুপার উজিরপুর সার্কেল আবু জাফর মো. রহমাতুল্ল¬াহ প্রমুখ।
উলে¬খ্য, গত ২৯ অক্টোবর বরিশাল আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছিল। এতে মোট ছয়টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় বরিশাল জেলা পুলিশ পটুয়াখালী জেলা পুলিশকে ২৪ রানে পরাজিত করে বিজয়ী হয়েছে। খেলায় বরিশাল জেলা পুলিশ ১৪৬ রান করে এবং পটুয়াখালী জেলা পুলিশ ১২২ রান করে।