গণমাধ্যমকর্মীদের ব্যতিক্রমী কাজের সঙ্গে আমি আছি : জসীম উদ্দীন হায়দার

গণমাধ্যমকর্মীদের ব্যতিক্রমী কাজের সঙ্গে আমি আছি : জসীম উদ্দীন হায়দার

বরিশাল নদীবন্দরে রান্না করা খাবার সরবরাহের বিষয়টি একটি ব্যতিক্রমী মানবিক উদ্যোগ। গণমাধ্যমকর্মীদের উদ্যোগের সঙ্গে আমি আছি এবং থাকবো। নদীবন্দরে রাতে খাবার বিতরণের সময় এমন প্রতিক্রিয়া জানান বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত বরিশাল নদী বন্দর এলাকার ছিন্নমূল মানুষের মাঝে নিয়মিত খাদ্য বিতরণ করে আসছে বরিশালের গণমাধ্যমকর্মীরা।

গতকাল রোববার রাত সাড়ে আটটায় বরিশাল নদী বন্দরে থাকা কর্মহীন অসহায় মানুষের মাঝে রাতের খাবার বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এর আগে জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার দুপুরে তার কার্যালয়ে তাৎক্ষণিক গণমাধ্যমকর্মীদের উদ্যোগে ১৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। গণমাধ্যমকর্মীদের উদ্যোগের অন্যতম উদ্যোক্তা এসএম জাকির হোসেন অনুদানের নগদ অর্থ গ্রহণ করেন।
তিনি ব্যক্তিগতভাবে গণমাধ্যমকর্মীদের উদ্যোগকে ১৫ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন। পাশাপাশি রাতে ছিন্নমূল্যের খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমে উপস্থিত থেকে তিনি নিজ হাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

খাবার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, গণমাধ্যমকর্মীরা সারাদিন পরিশ্রম করেন। তারপর আবার এই করোনা দুর্যোগে যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এটা সত্যিই অনুকরণীয়। আমি এই উদ্যেঅগের সঙ্গে আছি। বরিশালের গণামধ্যমকর্মীদের এরকম উদ্দীপনামূলক কাজের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে এবং জেলা প্রশাসন নিবিড়ভাবে আছে এবং থাকবে। যতদিনে এই কর্মসূচি চলবে ততোদিন সহযোগী হয়ে পাশে থাকবো। একই সঙ্গে তিনি বরিশালের উন্নয়নে যেকোন উদ্যোগ ও পরামর্শ সানন্দে গ্রহণ করার অঙ্গীকার করেন।

উল্লেখ্য, বরিশালের গণমাধ্যমকর্মী এবং দীপ্ত টিভির বরিশাল প্রতিনিধি মর্তুজা জুয়েল ব্যক্তিগতভাবে এই উদ্যোগে ৫ হাজার টাকায় অর্থ সহায়তা দিয়েছেন।