গলাচিপায় ‘উদ্যোক্তা মেলা’

পটুয়াখালীর গলাচিপার প্রায় দুই শ’ জন এমন উদ্যোক্তার ৫০টি স্টল নিয়ে আয়োজন করা হয়েছিল উদ্যোক্তা মেলা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গলাচিপা সরকারি কলেজের মাঠে নিজেদের পণ্যের পসরা নিয়ে পুকুর পাড় ঘেঁষে বসেছিলেন এসব উদ্যোক্তারা। নিজের পণ্য ও পরিচিতি বাড়াতে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তা মেলার আয়োজকরা।
মেলা মাঠের এক কোণে নিজের পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন, অষ্টম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী মুসফিকা রহমান ঐশি। শারীরিক প্রতিবন্ধকতা ডিঙিয়ে মেলায় নিজের নিজের হাতের তৈরি বাহারি ডিজাইনের মাস্ক, রুমালসহ বিভিন্ন সামগ্রী নিয়ে আসেন তিনি। ঐশি বলেন, ‘দুই হাজার টাকা দিয়ে শুরু করি এ ব্যবসা। প্রথমে শখের বশে হলেও পরে এটাকে আমি ব্যবসা হিসেবেই দেখছি। গত বছর করোনাকালীন সময়ে আমি অনলাইন গ্রুপে যুক্ত হই। এর পর থেকে পড়াশুনার পাশাপাশি আমি অনলাইনে ব্যবসা শুরু করি। প্রতি মাসে আমার ভালোই আয় হয়। সব টাকাই আমি জমা করে রাখছি। আমার কারুশিল্পের নাম জলফড়িং কারু শিল্প।’
মেলার আয়োজক তারান্না তান্নুম লিজা বলেন, ‘যেহেতু উদ্যোক্তাদের বেশিরভাগ মেয়ে। তাই তাদের নানা ধরণের প্রতিবন্ধকতা থাকে। আমরা চাই আমাদের দেখাদেখি আরও অনেকে এগিয়ে আসুক। এখনও অনেকে কাজ করতে চায় কিন্তু সাহস ও সুযোগের বড়ই অভাব রয়েছে। তারা যেন সব প্রতিবন্ধকতা ভেঙে নিজের প্রতিভাকে কাজে লাগাতে পারে।’