গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে ৪ জনের মৃত্যু

গাইবান্ধায় প্রবল ঝড়ে গাছ ও ঘরচাপা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার একজন, পলাশবাড়ীর দুজন ও ফুলছড়ির একজন।
রোববার বেলা ৩টার দিকে হঠাৎ ঝড় শুরু হলে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার ডাকেরপাড়া গ্রামের ইউনুছ আলীর স্ত্রী জাহানারা বেগম, মোস্তফাপুর গ্রামের আব্বাস আলীর ছেলে আবদুল গাফফার, সুন্দরগঞ্জ উপজেলার কিশামত হলদিয়া গ্রামের সোলায়মান আলীর স্ত্রী ময়না বেগম ও ফুলছড়ি উপজেলার কাতলামারি গ্রামের বিশু মিয়ার স্ত্রী শিমুলি বেগম।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঝড়ে ঘরচাপা পড়ে ও গাছ ভেঙে পড়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।’
জেলা ত্রাণ কর্মকর্তা ইদ্রিশ আলী বলেন, ঝড়ে গাইবান্ধা জেলার অসংখ্য কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।