গুলিবিদ্ধ ভোলা ছাত্রদল সভাপতির মৃত্যু

গুলিবিদ্ধ ভোলা ছাত্রদল সভাপতির মৃত্যু

ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর গ্রীন রোডের কমফোর্ট হাসপাতালে মারা যান তিনি।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার এক দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বলেন, নুরে আলম লাইফ সপোর্টে আছেন। তার জ্ঞান না ফেরা পর্যন্ত তার মাথায় অস্ত্রোপচার করা সম্ভব না বলে জানিয়েছেন চিকিৎসক। তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। এখন আমাদের দোয়া করা ছাড়াও কোনো আর উপায় নেই। তাই আমরা দোয়ার আয়োজন করেছি।