গৌরনদী ছাত্রলীগের তিন নেতা বহিষ্কার

সরকারী কাজে বাধা প্রদান ও ভাংচুর করার অভিযোগ বরিশালের গৌরনদীতে তিন ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত ও সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বহিষ্কারকৃত ছাত্রলীগ নেতারা হলেন- সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি মো. সাখাওয়াত হোসেন সুজন ও গৌরনদী পৌর ছাত্রলীগের সভাপতি মো. মিলন খলিফা এবং গৌরনদী কলেজের সাবেক ভিপি ও ছাত্রলীগের কর্মী মো. সুমন মোল্লা মাহমুদ।
বরিশাল জেলা ছাত্রলীগের এক জরুরী সভায় সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা যায় ঐ বিজ্ঞপ্তিতে।