গৌরনদীতে নবম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগে মামলা দায়ের

গৌরনদীতে নবম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগে মামলা দায়ের


বরিশালের গৌরনদীতে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী (১৪) অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে অপহরণের অভিযোগে স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত শনিবার রাতে গৌরনদীর শাওড়া গ্রামের রাব্বি শেখের (২৪) নেতৃত্বে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে জিম্মি করে তার মেয়েকে (১৪) অপহরণ করে নিয়ে যায়।

 গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে মো. রাব্বি শেখসহ ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামাদের আসামী করে গতকাল সোমবার থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। অপহৃতকে উদ্ধার ও আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।