গৌরনদীতে পুলিশের অভিযানে বিদেশী মদ উদ্ধার

গৌরনদীতে পুলিশের অভিযানে বিদেশী মদ উদ্ধার

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকা থেকে ৩৫ বোতল বিদেশী মদ এবং ১২ ক্যান বিয়ার উদ্ধার করেছে পুলিশ। মদ ও বিহার বহনের দায়ে পুলিশ বাবা ও ছেলেকে আটক করেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলার টরকী বন্দর এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলো টরকী বন্দর এলাকার কানাই লাল চন্দ্র ও তার ছোট ছেলে শিপক চন্দ্র। 
পুলিশ জানায়, শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে কানাই লাল চন্দ্রের পরিবার বিদেশী মদ ও বিয়ার মজুদ করছিল। শারদীয় দুর্গোৎসবের সময় এসব মদ ও বিয়ার বেশি দামে বিক্রির উদ্দেশ্য ছিল তাদের। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে টরকী বন্দরে কানাই লাল চন্দ্রের বাড়ি অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে ৩৫ বোতল বিদেশী মদ ও ১২ ক্যান বিয়ার সহ আটক করা হয় কানাই লাল চন্দ্র ও তার ছোট ছেলে শিপক চন্দ্রকে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এই ব্যবসার সঙ্গে জড়িত কানাই লাল চন্দ্রের বড় ছেলে রিপন চন্দ্র পালিয়ে যায়। 
এ ঘটনায় মামলা দায়েরসহ পলাতক আসামী গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার।