গৌরনদীতে পুলিশের অভিযানে বিদেশী মদ উদ্ধার

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকা থেকে ৩৫ বোতল বিদেশী মদ এবং ১২ ক্যান বিয়ার উদ্ধার করেছে পুলিশ। মদ ও বিহার বহনের দায়ে পুলিশ বাবা ও ছেলেকে আটক করেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলার টরকী বন্দর এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলো টরকী বন্দর এলাকার কানাই লাল চন্দ্র ও তার ছোট ছেলে শিপক চন্দ্র।
পুলিশ জানায়, শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে কানাই লাল চন্দ্রের পরিবার বিদেশী মদ ও বিয়ার মজুদ করছিল। শারদীয় দুর্গোৎসবের সময় এসব মদ ও বিয়ার বেশি দামে বিক্রির উদ্দেশ্য ছিল তাদের। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে টরকী বন্দরে কানাই লাল চন্দ্রের বাড়ি অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে ৩৫ বোতল বিদেশী মদ ও ১২ ক্যান বিয়ার সহ আটক করা হয় কানাই লাল চন্দ্র ও তার ছোট ছেলে শিপক চন্দ্রকে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এই ব্যবসার সঙ্গে জড়িত কানাই লাল চন্দ্রের বড় ছেলে রিপন চন্দ্র পালিয়ে যায়।
এ ঘটনায় মামলা দায়েরসহ পলাতক আসামী গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার।