গৌরনদীতে ব্র্যাক ইউপিজির সদস্যদের ফলের চারা বিতরণ

গৌরনদীতে ব্র্যাক ইউপিজির সদস্যদের ফলের চারা বিতরণ।বৃহস্পতিবার ২১ অক্টোবর বিকাল ৩টায় ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় সরিকল গৌরনদী বরিশাল শাখা অফিসের নলচিড়া গ্রাম সামাজিক শক্তি কমিটির মাধ্যমে ৯৭ জন ইউপিজি সদস্যদের মাঝে ফলের চারা বিতরণ করা হয়।
এ কর্মসূচিতে ফলের চারা বিতরণে উপস্থিত ছিলেন সরিকল শাখা অফিসের ইউপিজি শাখা ব্যবস্থাপক হোসনেআরা ,কর্মসূচি সংগঠক সুরমা আক্তার,এছাড়া আরও উপস্থিত ছিলেন নলচিড়া গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি আরতী অধিকারী,সহসভাপতি রাজিয়াবেগম,সাধারন সম্পাদক গীতা মন্ডল ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।