গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগ সরকার জনগণের শক্তিতে নয়, আইনশৃঙ্খলা বাহিনীর শক্তিতে বিশ্বাসী বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী। গতকাল মঙ্গলবার (২ জুলাই) গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, ‘জনগণের শক্তিতে বিশ্বাসী নয় বলেই একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সরকার। তারই বহিঃপ্রকাশ ঘটলো গ্যাসের মূল্য বৃদ্ধিতে।’ তিনি বলেন, ‘জনগণের ওপর নিপীড়ন চালিয়ে অবৈধ অর্থ উপার্জনের মাধ্যমে সরকারের লোকদের পকেট ভারী করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন করে জনগণের কাঁধে চাপানো হলো গ্যাসের মূল্যবৃদ্ধির ভারী বোঝা। সরকারের এই বেআইনি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।’ খালেদা জিয়াকে কারামুক্ত করে মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে জাতীয়তাবাদী শক্তি দৃঢ় অঙ্গীকারাবদ্ধ বলে দাবি করেন রিজভী। বলেন, ‘অবিলম্বে তার মুক্তিসহ সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন প্রমুখ।