চকলেট কেকের রেসিপি

চকলেট কেক সকলের খুব পছন্দ কিন্তু কেউই কষ্ট করে বানিয়ে খেতে পছন্দ করে না। কিন্তু বাড়িতে ওভেন থাকলে সহজেই বানিয়ে ফেলতে পারেন কেকটি। রইল রেসিপি-
উপকরণ:
ডিম
চকলেট চিপস
রান্না পদ্ধতি:
একটা বাটিতে চকলেট চিপস নিয়ে এক মিনিট মাইক্রোওয়েভ ওভেনে গরম করুন।
৪টি ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করুন।
ডিমটা ফোমের মতো না হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে ফেটাতে থাকুন।
কুসুমটা গলানো চকলেটের সঙ্গে মেশান। তারপর ফেটানো ডিমটা মিশিয়ে দিন।
১৭০ ডিগ্রি সেলসিয়াসে ৩০ মিনিট বেক করুন।
ভোরের আলো/ভিঅ/১২/১২/২০২০