চট্টগ্রাম কারাগারে নতুন জেলার

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় সেই জেলার রফিকুল ইসলামকে (কারা অধিদপ্তরে সংযুক্ত) ঝিনাইদহ জেলা কারাগারে বদলি করা হয়েছে।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি (প্রিজন্স) একে এম ফজলুল হক।
এর আগে মঙ্গলবার কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
অপরদিকে মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলামকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বদলি করা হয়েছে। একই আদেশে ঝিনাইদহের জেলার আবুল বাশারকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বদলি করা হয়েছে।
কারা অধিদপ্তরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
প্রসঙ্গত, গত ৬ মার্চ সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যায় ফরহাদ হোসেন রুবেল (হাজতি নম্বর ২৫৪৭/২১)। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে জেলার মো. রফিকুল ইসলামসহ এক ডেপুটি জেলারকে প্রত্যাহার করা হয়।
এছাড়া কর্ণফুলী ভবনের ১৫ নম্বর সেলের দায়িত্বরত কারারক্ষী নাজিম উদ্দিন ও সহকারী কারারক্ষী ইউনুস মিয়া সাময়িক বরখাস্ত হয়েছেন। সহকারী প্রধান কারারক্ষী কামাল হায়দারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।