চট্টগ্রামে পুলিশের গুলিতে শ্রমিক নিহতের প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রামে পুলিশের গুলিতে শ্রমিক নিহতের প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের উপর পুলিশের গুলিতে ৫ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 সোমবার সকাল ১০টায় অশ্বিনী কুমার হলের সামনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), বরিশাল জেলা শাখার উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয় শ্রমিক ফেডারেশন বরিশাল জেলা কমিটির সভাপতি এস এম জাকির হোসেনের সভাপতিত্বে এবং স্কপের বরিশাল জেলা সমন্বয়কারী ও টিইউসি’র বরিশাল জেলা সম্পাদক অ্যাড. এ কে আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে  বক্তৃতা করেন, শ্রমিক নেতা স্বপন দত্ত, ইমরান হাবিব রুমন, মোসলেম সিকদার, তুষার সেন, আবুল হাসেম, সুজিত সরকার, কিশোর কুমার বালা প্রমুখ।

 মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে নিহত এবং আহত শ্রমিকদের আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ, শ্রমিকদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, বকেয়া বেতন পরিশোধসহ বন্ধ রাষ্ট্রায়ত্ব পাটকল, চিনিকল অবিলম্বে চালু করা এবং আধুনিয়কায়নের মাধ্যমে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা, শ্রমজীবী মানুষের সামাজিক সুরক্ষা, ন্যায্য মজুরী, গণতান্ত্রিক শ্রম আইন ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারসহ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর ৯ দফা মেনে নেয়া উদাত্ত আহবান জানান।

বক্তারা জাতীয় ন্যূনতম মজুরী কমিশন গঠন করে জীবন ধারনের উপযোগী জাতীয় ন্যূনতম মজুরী ঘোষণা করে দেশের সকল সরকারি বেসরকারী প্রতিষ্ঠানে বাস্তবায়ন করা, সরকারী প্রতিষ্ঠানের ন্যায় ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে নিয়োগপত্র, সার্ভিস বই, বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও ছুটিসহ শ্রম আইন অনুযায়ী অন্যান্য অধিকারের নিশ্চয়তা প্রদান, সরকারি প্রতিষ্ঠানের ন্যায় বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারী ও সকল শ্রমজীবী মানুষের নাম পেশাভিত্তিক ডাটাবেজ তৈরি করে রেশন কার্ড প্রদান ও পুলিশ এবং সশ¯্র বাহিনীর ন্যায় সকল শ্রমজীবী মানুষকে পূর্ণ রেশনিং ব্যবস্থা এবং ষাটোর্ধ ব্যক্তিদের জন্য কল্যাণ তহবিল ও পেনশনের ব্যবস্থা করার জোর দাবি জানান।