চরফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৭ দোকান পুড়ে ছাই

চরফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৭ দোকান পুড়ে ছাই

ভোলার চরফ্যাশন বাজারে সদর রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

চরফ্যাশন ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

চরফ্যাশন পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ ও পৌর কাউন্সিলর আকতারুল আলম শামু সকালেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

চরফ্যাশন উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান জানান, ফায়ার সার্ভিস কর্মিরা স্থানীয়দের সহযোগিতায় আধ ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক অনুদানসহ সরকারি বরাদ্দ দেয়ার আশ্বাস দেন।


ভোরের আলো/ভিঅ/২০/২০২০