চালু হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট

স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৫ জুলাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনস ও নভোএয়ার অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট চালু করবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে ঈদের পর সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধে (২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট পর্যন্ত) অভ্যন্তরীণ রুটে আকাশপথ ফের বন্ধ থাকবে।
ইউএস-বাংলা এয়ারলাইনস জানায়, প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে পাঁচটি, কক্সবাজারে দুটি, সৈয়দপুরে সাতটি, যশোরে ছয়টি এবং সিলেট, বরিশাল ও রাজশাহীতে চারটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
নভোএয়ার জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত প্রতিদিন চট্টগ্রাম, সৈয়দপুর ও যশোরে ছয়টি করে, বরিশালে চারটি, সিলেট ও রাজশাহীতে তিনটি করে এবং কক্সবাজারে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে।