চিকিৎসকের রহস্যজনক মৃত্যু:জিজ্ঞাসাবাদের জন্য ৯ জনকে থানায় নিয়েছে পুলিশ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. এম এ আজাদ (সজল) এর মরদেহ উদ্ধারের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৯ জনকে থানা পুলিশ হেফাজতে নিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন
মঙ্গলবার বিকেল সোয়া ৩ টায় মুঠোফোনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (এসি কোতোয়ালি) মো. রাসেল জানান, মমতা হাসপাতালের ৯ কর্মীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ঘটনার তদন্ত ও বিভিন্ন আলামত উদ্ধারের থানা পুলিশের পাশাপাশি পিবিআই এবং সিআইডি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছে।
উল্লেখ্য মঙ্গলবার সকালে নগরের কালিবাড়ি রোডের মমতা স্পেশালাইজড হাসপাতালের লিফটের নিচ থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। ডা. এম এ আজাদের গ্রামের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠিতে। তার পরিবার (দুই সন্তান ও স্ত্রী) ঢাকায় থাকেন।