চিরন্তনী বৈদিক সাংস্কৃতিক সংগঠন এর খাদ্য সহায়তা

চিরন্তনী বৈদিক সাংস্কৃতিক সংগঠন এর খাদ্য সহায়তা

বরিশালের চিরন্তনী বৈদিক সাংস্কৃতিক সংগঠন এর সামাজিক দুরত্ব বজায় রেখে ১২টি পরিবারের পাশে খাদ্য সহায়তা দিয়েছে।

আজ শুক্রবার (১৫ মে) সকাল ১০টায় বরিশাল নগরীর জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ১২ পরিবারের হাতে সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, চিরন্তনী বৈদিক সাংস্কৃতিক সংগঠনের কার্যনির্বাহী সদস্য মিন্টু কুমার কর, কমল ঘোষ, জয়ন্ত কুমার শীল, চিরন্তনী  বৈদিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সুব্রত দেবনাথ সজল, সহ-সভাপতি বর্ষণ  কুমার দে, সাধারণ সম্পাদক প্রান্ত দত্ত, সহ-সাধারণ সম্পাদক সুদীপ্তা কর স্বর্ণা, কোষাধক্ষ্য আবির সমাদ্দার, সদস্য পূজা রায়, সদস্য সুনন্দা কর বর্ণ, কর্মী সঞ্জু মিত্র।

সভাপতি সজল দেবনাথ বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধে মানুষ এখন ঘর মুখী। কর্মস্থল বন্ধ করে দিয়েছে। লকডাউনের জন্য অনেক মানুষ কর্মহীন হয়ে পরেছে। ওই মানুষের পাশে চাল, ডাল, আলু, পিয়াজ, সাবান এবং  হ্যাণ্ড সেনিটাইজার দিয়ে আমাদের এই খুদ্র সহায়তা। তবে আগামি এই সহায়তা অব্যাহত থাকবে।