চুরি যাওয়া নবজাতকের লাশ মিলল পুকুরে

বাগেরহাটের মোরেলগঞ্জে বাবা-মায়ের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় চুরি যাওয়া ১৭ দিনের নবজাতক সোহানা আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার দুই দিন পর বুধবার সকালে নিজ বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তবে কারা শিশুটিকে চুরি করে পুকুরে ফেলে হত্যা করেছে তা এখনো নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।
গত রবিবার দিবাগত রাতে মোরেলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গাবতলা গ্রামের জেলে সুজন খানের নিজ ঘর থেকে তার ১৭ দিন বয়সী মেয়ে চুরি হয়।
সোমবার গভীর রাতে শিশু চুরির ঘটনায় সোহানার দাদা আলী হোসেন খান বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম সকালে এই প্রতিবেদককে বলেন, বুধবার সকালে স্থানীয় লোকজন জেলে সুজন খানের বাড়ির পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। কারা শিশুটিকে চুরি করে পুকুরে ফেলে হত্যা করেছে তা এখনই বলা যাচ্ছে না। জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
ভোরের আলো/ভিঅ/১৮/২০২০