চুয়াডাঙ্গায় চলছে এক সপ্তাহের লকডাউন

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গা পৌর এলাকা এবং আলোকদিয়া ইউনিয়নে এক সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৬টা থেকে এ লকডাউন চলবে ২৬ জুন পর্যন্ত।
আজ রবিবার থেকে চুয়াডাঙ্গা পৌর এলাকার প্রায় সকল ব্যবসায় প্রতিষ্ঠান এবং গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও সাধারণ মানুষকে পায়ে হেটে এবং ভ্যানে চলাচল করতে দেখা গেছে। অনেকের মুখেই মাস্ক নেই। স্থানীয়দের মতে, মূলত সাধারণ খেটে খাওয়া মানুষেরাই রাস্তায় নেমেছে।
প্রসঙ্গত, গতকাল শনিবার বিকালে জেলার করোনাভাইরাস নিয়ন্ত্রণ বিষয়ক এক সভা থেকে চুয়াডাঙ্গা পৌর এলাকা এবং আলোকদিয়া ইউনিয়নে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়।