চুয়াডাঙ্গায় বিবাহিত - অবিবাহিতদের ফুটবল খেলা

চুয়াডাঙ্গা সদর উপজেলার হরিশপুর গ্রামে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়। উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে, ডায়মন্ড স্টার (বিবাহিত) একাদশ ও ইয়াং স্টার (অ-বিবাহিত) একাদশ। ইয়াং স্টার, ডায়মন্ড স্টার কে ২-১ গোলে হারিয়ে তারা জয় তুলে নেয়।
ইয়াং স্টারের হয়ে প্রথম গোল করেছেন হযরত (ছোট) এবং দ্বিতীয় গোল করেছেন হযরত (বড়) অপরদিকে ডায়মন্ড স্টার হয়ে একটি মাত্র গোল করেছেন, রাজিব (সহকারী শিক্ষক কোটালী মাধ্যমিক বিদ্যালয়)। বুধবার (২৯ জুলাই) বিকাল ৪ঃ৩০ মিনিটে কোটালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাটি পরিচালনা করেন মোঃ নজরুল ইসলাম (সহকারী শিক্ষক হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রথমার্ধের শুরু থেকেই খেলায় দারুণ প্রতিদ্বদ্বিতা গড়ে তোলে দুই দল ফলে আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্যদিয়ে খেলায় শুরুতেই এগিয়ে যেতে চাই দুটি দল। কিন্তু দল দুটির রক্ষণ দূর্গের কারণে সেটা না হওয়ায় প্রথমার্ধ শেষে ১-১ গোলে বিরতিতে যেতে হয় দুটি দলকেই।
দ্বিতীয়াার্ধে ৭২ মিনিটে হযরত (বড়) ডায়মন্ড স্টার একাদশের জালে বল জড়িয়ে দলকে ২-১ গোলে এগিয়ে দেন। এরপর থেকে আক্রমন পাল্টা আক্রমনের মাধ্যমে ইয়াং স্টার দলকে খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ওমর ফারুক (এম বি বি এস ডাক্তার)।
এরপর ইয়াং স্টারদের চেয়ে পিছিয়ে থেকে খেলায় ফিরতে চেয়েছিলো ডায়মন্ড স্টার কিন্তু শেষ পযর্ন্ত তাদের সেই মিশন সফল না হওয়ায়, খেলা শেষে হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।