চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল রাশিয়ায় হচ্ছে না

ইউক্রেনে রাশিয়ান বাহিনীর আগ্রাসনের কারণে সেইন্ট পিটার্সবার্গ থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সড়িয়ে প্যারিসে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা।
আগামী ২৮ মে স্তাদে ডি ফ্রান্সে ইউরোপীয়ান ক্লাবে মৌসুমের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
উয়েফা জানিয়েছে, ইউক্রেনে চলমান আগ্রাসনের বিষয়টি মাথায় রেখে উয়েফা এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়। এক বিবৃতিতে ব্যক্তিগত সহযোগিতার জন্য ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাকরনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে উয়েফা।
রাশিয়ান সরকার উয়েফার এই সিদ্ধান্ত ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছে।
এ সম্পর্কে রাশিয়ান সরকারের এক মুখপাত্র বলেছেন, ‘এই ধরনের সিদ্ধান্ত নেয়াটা সত্যিই লজ্জাজনক। এই ফুটবল ম্যাচটি আয়োজনের মাধ্যমে সেইন্ট পিটার্সবার্গ নিজেদের সম্ভাব্য সেরা কন্ডিশনই প্রমাণ করতে পারতো।’
সেইন্ট পিটার্সবার্গে গাজপ্রম এরিনাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠানের কথা ছিল। গত বছর ইউরোপীয়ান চ্যাম্পিয়সশীপের বেশ কটি ম্যাচসহ ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ম্যাচও এই মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে তৃতীয় বছরের মত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অন্যত্র সড়িয়ে নিল। বাসস।
পিআর/বিজি