ছাত্র ইউনিয়নের জাতীয় সম্মেলনের উদ্বোধন

ছাত্র ইউনিয়নের জাতীয় সম্মেলনের উদ্বোধন

‘আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস’ স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪০তম জাতীয় সম্মেলন। 

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। 
ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনিক রায়ের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন চালকল শ্রমিক নেতা মুখোশ কর্মকার অনুজ। 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি দীপক শীল, ঢাবি শাখার সভাপতি সাখাওয়াত ফাহাদ, সাধারণ সম্পাদক রাগীব নাঈম, সাবেক কেন্দ্রীয় সভাপতি খান আতাউর রহমান মাসুম, সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক মনীষী রায়সহ সমমনা অন্য ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ। এতে ছাত্র ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।  
শুক্রবার কাউন্সিল অধিবেশন চলবে। ৪০০ কাউন্সিলরের উপস্থিতিতে সংগঠনের ৪০তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে ছাত্র ইউনিয়ন নেতৃত্ব নির্বাচন করবে।