ছুটির দিনে বিক্রি ভালো বইমেলায়

ছুটির দিনে বিক্রি ভালো বইমেলায়

অমর একুশে বইমেলা শুরুর পর আজ প্রথম শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। ছুটির দিনে জনসুমুদ্রে রূপ নিয়েছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান। দর্শনার্থীর পাশাপাশি বই বিক্রিও আজ তুলনামূলক বেশি।

শুক্রবার সন্ধ্যায় সরেজমিনে গিয়ে বইমেলার এমন চিত্রই দেয়া যায়। অন্যান্য দিনে বেলা ২টায় বইমেলা শুরু হলেও ছুটির দিন বলে আজ মেলা শুরু হয় ১১টায়। জনসমাগম বেশি হওয়ায় বিক্রিও হচ্ছে ভালো। তবে মানা যাচ্ছে না স্বাস্থ্যবিধি।

কেমন হচ্ছে বই বিক্রি

করোনা পরিস্থিতি পরিপ্রেক্ষিতে প্রকাশনীগুলোর ক্ষতির বিষয় বিবেচনা করে এবার স্টল ফি ৫০% রাখা হয়। কিন্তু বিগত কয়েকদিনে বিক্রি নিয়ে অনেকটা হতাশা প্রকাশ করেছেন প্রকাশনীগুলো। তবে আজ ছুটির দিনে বিক্রি বেড়েছে। সংস্লিষ্টরা বলছেন, অন্যান্য দিনের তুলনায় আজকে বিক্রি অনেক ভালো।

র‍্যামন পাবলিশার্সের বিক্রয়কর্মী আরাত্রিকা  বলেন, শুরুর দিন থেকে এতদিন বিক্রি খুব একটা ভালো ছিলো না। তবে আজকে শুক্রবার হওয়াতে মানুষের আনাগোনা বেশি, পাশাপাশি বিক্রি তুলনামূলক ভালো হয়েছে। প্রত্যেক দিন এরকম চলতে থাকলে ক্ষতির সম্মুখীন হতে হবে না।


দিব্যপ্রকাশ প্রকাশনীর আরেক বিক্রয়কর্মী আকাশ বলেন, শুক্রবার হিসেবে আরও অনেক বেশি বিক্রি আশা করেছিলাম। কিন্তু ততটা বিক্রি না হলেও অন্যান্য দিনের তুলনায় খুবই ভালো বলা যায়। বইমেলাতে মূলত দর্শনার্থীর সংখ্যাই বেশি। আজকে ছুটির দিন হওয়াতে সেটি আরও বেড়ে যায়। তবে খুশির ব্যাপার এই, আজকে আগের তুলনায় ভালো বিক্রি হয়েছে।