জন্মদিনে ছেলে অনীককে খুব মিস করছি: ববিতা

জন্মদিনে ছেলে অনীককে খুব মিস করছি: ববিতা
বাংলা সিনেমার শক্তিমান অভিনেত্রী ববিতা। তুমুল জনপ্রিয় এই অভিনেত্রীর আজ জন্মদিন। ববিতার কাছে জানতে চাওয়া হয় কেমন কাটল দিনটি? জবাবে ববিতা বলেন, ‘আমি সাধারণত জন্মদিনে তেমন কোনো আয়োজন রাখি না। আজ সাদামাটা ভাবেই জন্মদিনটা কাটালাম। সুবিধা বঞ্চিত শিশুদের পাশে থাকার চেষ্টা করি সব সময়। আজকের এই বিশেষ দিনে তাদের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছে।’ এদিকে জন্মদিনের মতো বিশেষ দিনে ছেলে অনীককে খুব মিস করছেন জানিয়ে ববিতা বলেন, ‘আমার একমাত্র ছেলে অনীক আমার কাছে নেই। ও কানাডায়। মাঝে কয়েকবার কানাডায় থাকা অবস্থায় ওর সঙ্গে জন্মদিন কাটিয়েছি। ও আমার জন্মদিনটা বিশেষ করে তুলত। আজ আমার ছেলেকে খুব মিস করেছি।’ ববিতা আরও জানান, সারা দিনই তিনি ভক্তদের শুভেচ্ছা পেয়েছেন। অনেকেই ফোন করে, কেউবা বাসায় গিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘সারা দিনই ভক্তদের, কাছের মানুষদের এত এত শুভ কামনা পেয়েছি, আমি সত্যিই আপ্লুত। সবার কাছে দোয়া চাই, যাতে বাকি দিনগুলিও ভালোভাবে কাটাতে পারি।’ উল্লেখ্য, ১৯৫৩ সালের ৩০ জুলাই জন্মগ্রহণ করেন ববিতা। সত্তরের দশকে জহির রায়হানের হাত ধরে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। ১৯৭৩ সালে ২৩তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে স্বর্ণ ভল্লুক জয়ী সত্যজিৎ রায়ের অশনিসংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন। ববিতা ৩৫০ এর বেশিটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। একাধিকবার তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০১৬ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।