জন্মাষ্টমী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

জন্মাষ্টমী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

জন্মাষ্টমী উপলক্ষে  বরিশাল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ৬ সেপ্টেম্বর বিকেল ৫ টায় বরিশাল বিশ্ববিদ্যালযয়ের কেন্দ্রীয় মন্দির কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গণে সভাটি অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। কেন্দ্রীয় মন্দির কমিটির আহবায়ক  সুজন চন্দ্র পালের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন, প্রক্টর, লাইব্রেরিয়ান,  শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।