জবিতে অনলাইন ভর্তির আবেদন কার্যক্রম শুরু

জবিতে অনলাইন ভর্তির আবেদন কার্যক্রম শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার দুপুর ১২টায় উপাচার্যের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক অনলাইনে আবেদন কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক (ছাত্র কল্যাণ), পরিচালক (আইসিটি সেল)-সহ অনেকে উপস্থিত ছিলেন।

চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীরা অনলাইনে (http://admission.jnu.ac.bd) আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের এ কার্যক্রম আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলমান থাকবে।

ভর্তির জন্য 'A', 'B' ও ''C'- প্রতিটি ইউনিটে আবেদন ফি ৬০০ টাকা। সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করা যাবে। প্রতি বিভাগের জন্য ৬০০ টাকা আবেদিন ফি পরিশোধ করতে হবে।

এর আগে গত ১০ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথমে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের পরীক্ষার ১০০ নম্বর এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে ১০০ নম্বর নিয়ে মোট ২০০ নম্বরের ভিত্তিতে আবেদনকারী শিক্ষার্থীদের মেধা তালিকা করার ঘোষণা দেয়া হয়।
পরে ১১ নভেম্বর জিপিএ-তে নম্বর কমিয়ে ১০০ থেকে ২০ করা হয়। এসএসসির জিপিএ থেকে ১০ ও এইচএসসির জিপিএ থেকে ১০ নম্বর নিয়ে জিপিএ-তে মোট ২০ নম্বর এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ১০০ নম্বরসহ মোট ১২০ নম্বরের ভিত্তিতে ইউনিটভিত্তিক মেধা তালিকা করা হবে।

মেধা তালিকার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে এবং ভর্তির আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যথাসময়ে পাওয়া যাবে।