জমির মূল্য না পেয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের সীমানার ভিতরে বসতঘর

বরগুনার তালতলীতে ক্ষতিগ্রস্ত পরিবারকে জমির মুল্য না দিয়ে শঠতামি এবং জোড়জবরে জমি দখল করে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সীমানার ভিতরের জমিতে বসতঘর তুলেছেন অভিযোগকারী ক্ষতিগ্রস্ত ওই সকল ভূক্তভোগী পরিবার।
ক্ষতিগ্রস্ত ভূক্তভোগী পরিবারগুলোর মধ্যে নিজাম উদ্দিন জানান, তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এরিয়ার ভিতরে ৩৩৪, ২৮৬ ও ২৮৭ খতিয়ানে তাদের চার ভাইয়ের ১৫.৫৪ একর জমি রয়েছে। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের শুরুতেই ওই জমির মূল্য আজ দেবে কাল দেবে বলে কতিপয় দালাল চক্রের মাধ্যমে শঠতামি করে আসছে। পরবর্তিতে জোড়জবরে ওই জমিতে বালু দিয়ে ভরাট করে ষ্টীলের নেট দিয়ে দেয়াল টেনে সীমানা দিচ্ছে। ওই জমির মূল্য টাকা না দেয়ার পায়তারা করলে গত সোমবার তাদের ওই জমিতে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এরিয়ার ভিতরে বসতঘর তুলেছেন ওই সকল ভূক্তভোগী পরিবার। তারা আরও জানান, তাদের জমির ন্যায্য মুল্য না পাওয়া পর্যন্ত জীবন থাকতে ওই ঘর ছেড়ে যাবেননা।
এ ব্যাপারে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের তালতলী অফিসের ম্যানেজার মোর্শেদ মাহমুদ বলেন, জমির টাকার দাবীতে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সীমানার ভিতরে বসতঘর তোলার ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার যদি তাদের জমির মূল্য না পেয়ে থাকলে তাদের জমির মূল্য পরিশোধ করা হবে।