জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সব কার্যক্রম অনির্দিষ্টকাল স্থগিত

কোভিড-১৯ ভাইরাস পরিস্থিতি অবনতির কারণে পরীক্ষা ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শনিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানান।
মো. ফয়জুল করিম বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সকল কার্যক্রম কোভিড-১৯ ভাইরাস পরিস্থিতি অবনতির কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।’