জাতীয় শোক দিবস পালন করেছে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ

জাতীয় শোক দিবস পালন করেছে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ

 

স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ পালন করেছে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

দিবসটি উপলক্ষে সোমবার সকাল পৌনে ৯ টায় উপজেলার দলীয় কার্যালয়ে এবং সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে আলোচনায় যোগদান এর মধ্য দিয়ে দিনের প্রথমার্ধের কর্যক্রম সমাপ্ত হয়।  

দিনের দ্বিতীয়ার্ধে বিকেল ৪ টায় রহমতপুর-মীরগঞ্জ সড়কে শোক র‌্যালী শেষে বাবুগঞ্জ ডিগ্রী কলেজ মিলনায়াতনে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মৃধা মু. আক্তার উজ-জামান মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মকিতুর রহমান কিসলু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ  শাহিনুল ইসলাম, সহ-সভাপতি মোস্তফা কামাল চিশতী,  আঃ মান্নান হাওলাদার,  যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, মোঃ ইকবাল আাহমেদ আজাদ, মোঃ জাহাঙ্গীর হোসেন আকন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: শামসুজ্জামান সোহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগ সদস্য গোলাম কিবরিয়া, উপজেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক তাওহিত হোসেন, স্বোচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন, মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ জয়নাল আবেদীন, চাঁদপাশা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মোল্লা, কেদারপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম মাসুম মৃধা, জাহাঙ্গীর নগর আওয়ামী লীগ সভাপতি মোঃ ইউসুফ আলী, দেহেরগতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিন শুভ, এস এম রেজোয়ান মাসুম শরীফ,  উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনির হোসেন রুম্মন। 

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম হাওলাদার, মোঃ কামাল হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মশিউর রহমান, মোঃ জাহাঙ্গীর হোসেন আকন, কৃষি ও সমবায় বিষয়ক ফারজানা বিনতে ওহাব, তথ্য ও গবেষনা সম্পাদক এ্যাড. মোঃ জামাল হোসেন আকন, ত্রান ও সমাজকল্যান সম্পাদক রিফাত জাহান তাপসী, দপ্তর সম্পাদক শ্রী পরিতোষ চন্দ্র পাল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক শিবানী রাণী দাস, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আঃ করিম হাওলাদার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম পারভেজ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল তালুকদার, শ্রম সম্পাদক জাহিদ হোসেন আনিচ মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক মোঃ সুরুজ সিকদার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ আমির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, আবু সুফিয়ান, সহ সপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম পিন্টু, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শামীম খান, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য খালেদা ওহাব, মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী, মোঃ নূরে আলম বেপারী, সৈয়দ ফারুকুল ইসলাম, মোঃ আলমগীর বেপারী, রফিক আহম্মেদ রোমান, জাহিদুল ইসলাম নয়ন, মোঃ রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন বাদল সিকদার, মুজাম্মেল হক, মোঃ কায়ুম হোসেন, কামরুল আহসান হিমু, লুৎফুর কবির সবুজ, আবুল কালাম আজাদ। ছাত্রলীগ নেতা ওবায়দুল হক জুয়েল, কাজী ইয়াসির আরাফাত সোহেল, ফাইজুল হক, জহিরুল ইসলাম মুরাদ, প্রসেনজিৎ দাস অপুসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।