জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর কটাক্ষের প্রতিবাদ বরিশাল আইনজীবীদের

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কটাক্ষের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
মঙ্গলবার দুপুর ১২টায় বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবন চত্ত্বরে জেলা আইনজীবী ফোরোমের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ইমন, এনায়েত হোসেন বাচ্চু, আলী হায়দার বাবুল প্রমুখ। এ সময় সমাবেশে অংশগ্রহণকারীরা তাদের দাবির স্বপক্ষে নানা শ্লোগান দেন।
বক্তারা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক ও সেক্টর কমান্ডার বলে উল্লেখ করেন। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কটাক্ষের প্রতিবাদ জানান বক্তারা। তারা প্রধানমন্ত্রীকে ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।