জীবনানন্দের বনলতার ছায়া অবলম্বনে শর্টফিল্ম

বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য আই থিয়েটারের ব্যানারে ইভান মনোয়ার'র পরিচালনায় নির্মিত হলো শর্ট ফিল্ম ‘বনলতা’। এই শর্ট ফিল্মে জীবন চরিত্রে অভিনয় করেছে শাহেদ শরীফ খান ও লতা চরিত্রে সিনথিয়া ইয়াসমিন।
ঢাকার উওরা আপনঘর শুটিং হাউস,দিয়া বাড়ি, ধানমন্ডি মডেল থানা, ধানমন্ডি ৩২ নম্বর, ২৮ নম্বর রোডে ২ দিন শুটিং শেষে শর্ট ফিল্মটি এখন সম্পাদনার টেবিলে। শর্ট ফিল্মটিতে মিউজিক কম্পোজ করেছে আহমেদ সৌরিন। কণ্ঠ দিয়েছে সেওতি।
নির্মাতা বলেন জীবনানন্দ দাশের বনলতাকে ভেঙ্গে এই সময় ক্যামেরায় বন্দী করেছি। এই শহরে যাপিত জীবন সম্পর্কের মধ্য যে দূরত্ব তৈরি হয়েছে তা এবং দূরত্ব কমিয়ে কাছে আসবার গল্প ‘বনলতা’।
বনলতা শর্ট ফিল্মটি বুশান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, রেইনবো ফিল্ম ফেস্টিভ্যাল, লন্ডন; বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনীর সম্ভাবনা রয়েছে। চলচ্চিত্র উৎসবগুলো ঘুরে আসবার পর দর্শক শর্ট ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে দেখতে পাবেন।