জীবনের প্রথম ভোট নিজেকেই দিলেন ইশরাক

জীবনের প্রথম ভোট নিজেকেই দিলেন ইশরাক

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন দক্ষিণে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এর মাধ্যমে প্রথমবারের মতো নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি। 

শনিবার সকাল ৯টার কিছু আগে গোপীবাগের আর কে মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটপ্রদান শেষে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় ইশরাক বলেন, জীবনে প্রথমবার ভোট দিয়েছি। আমি ঠিকভাবে ভোট দিতে পারলেও ইভিএমের ওপর আমার শতভাগ আস্থা নেই। এ মেশিন দিয়ে যেকোনো সময় কারচুপি করা সম্ভব।