জুলাইয়ের মধ্যে ফিট হতে চেয়েছিলেন শেন ওয়ার্ন

অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন। মৃত্যুকালে এই কিংবদন্তি ক্রিকেটারের বয়স হয়েছিল ৫২ বছর।
শুক্রবার থাইল্যান্ডের একটি শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাক করে মারা গেছেন তিনি।
মৃত্যুর আগে কত পরিকল্পনা ছিল শেন ওয়ার্নের। গত চারদিন আগেও টুইটে তিনি জানিয়েছিলেন, নতুন ফিটনেস প্রোগ্রাম হাতে নিয়েছেন, জুলাইয়ের মধ্যে শরীরের মেদ ঝরিয়ে ঝরঝরে হয়ে যেতে চান। কিন্তু ক্রিকেটের ২২ গজ, কমেন্টি বক্স কিংবা পছন্দের কোনো ক্রিকেট শো; সব ছেড়ে অনন্তের পথে হাঁটলেন এই অজি গ্রেট।
গত ২৮ ফেব্রুয়ারি নিজের কয়েক বছর আগের মেদহীন শরীরের একটা ছবি দিয়ে টুইটে লিখেছিলেন, ‘মেদ ঝরানোর মিশন মাত্রই শুরু হলো (১০ দিন হয়েছে)। লক্ষ্য হচ্ছে জুলাইয়ের মধ্যে কয়েক বছর আগের এই অবস্থায় ফিরে যাওয়া। দেখা যাক!’
অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ক্রিকেটারের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ক্রিকেটবিশ্ব।