জ্বর, সর্দি, গলা ব্যথার রোগী পরীক্ষা করবে গণস্বাস্থ্য

জ্বর, সর্দি, গলা ব্যথার রোগী পরীক্ষা করবে গণস্বাস্থ্য

জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথার রোগীদের পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। ইতিমধ্যে ধানমন্ডিতে তাদের কেন্দ্রে রোগীদের রক্তের নমুনা সংগ্রহের জন্য একটি কক্ষ তৈরি করা হয়েছে। আগামী বুধ অথবা বৃহস্পতিবার থেকে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। শুক্রবার এ কথা জানিয়েছেন কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।

ফরহাদ বলেন, জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথার রোগী করোনাভাইরাসে আক্রান্ত কি না তা জানতে রোগীদের ব্লাড স্যাম্পল নেওয়া হবে গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি করা কক্ষে। এতে যে কক্ষে রোগীর রক্তের নমুনা নেয়া হবে তা আলাদা থাকবে গ্লাস দিয়ে। অপর পাশে বসে রক্তের নমুনা সংগ্রহ করবে টেকনিশিয়ানরা। রক্তের নমুনা নেয়ার পর দুজন দুদিকে চলে যাবে। রোগীর বাইরে অন্য কাউকে ওই কক্ষে যেতে দেওয়া হবে না।

তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের কিট তৈরির কাজ চলছে। তা চলতি সপ্তাহে সরকারের কাছে হস্তান্তর করা হবে। এরপর গণস্বাস্থ্য কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এ টেস্ট শুরু করবে।

ফরহাদ জানান, গণস্বাস্থ্য কেন্দ্র দুস্থ, অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছে। করোনাভাইরাস শনাক্তের কিট তৈরি করছে। এখন টেস্ট করার দিকে নজর দিয়েছে। করোনাভাইরাসের এ মহাদুর্যোগকালে মানুষের জন্য যা কিছু করা যায় সম্ভাব্য সবকিছুই করার জন্য প্রস্তুত গণস্বাস্থ্য কেন্দ্র।