জ্বালানি তেলের অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ বরিশালে

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ বরিশালের সমন্বয়ক বিজন শিকদারের সভাপতিত্বে ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলার সংগঠক হুজাইফা রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সাধারণ সম্পাদক আলী মুর্তজা সাকিব, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী সদস্য রাহুল দাশ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সভাপতি মোঃ জাবের, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক সুজয় শুভ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শেবাচিমের সংগঠক আনন্দ মৃত্তিকা নাজ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অতিসত্বর অযৌক্তিক ভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহনীয় মাত্রায় নিয়ে আসতে হবে। নইলে বাংলাদেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হতে আর সময় লাগবে না। সমাবেশ থেকে বক্তারা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে সামিল হওয়া আহ্বান করেন।সমাবেশের শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।