জয়নাল হাজারীর জানাজায় লাখো জনতা

জয়নাল হাজারীর জানাজায় লাখো জনতা

বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা, ফেনী ২ আসন থেকে ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ আসর ফেনী সরকারী পাইলট হাই স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তার সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শহরের মাস্টার পাড়াস্থ তার বাড়ি মুজিব উদ্যানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেত্রীবৃন্দসহ দলমত নির্বিশেষে সব শ্রেণিপেশার লাখো জনতা উপস্থিত ছিলেন।   

এদিকে জয়নাল হাজারীর মৃত্যুতে তিনদিনের শোক পালন করছেন জেলা আওয়ামী লীগ। ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেন, আমাদের প্রিয় নেতা ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য জয়নাল হাজারীর মৃত্যুতে ফেনী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তিন দিনের (২৮,২৯ ও ৩০ ডিসেম্বর) শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। কর্মসূচিগুলো হলো আলোচনা সভা, কালো ব্যাচ ধারন, কোরআন খতম, দোয়া এবং মিলাদ মাহফিল।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জেলায়। আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক, প্রত্যেক পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান,  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবাই তার মৃত্যুতে শোকাহত।