ঝালকাঠি পৌরসভায় ময়লা-আবর্জনা অপসারণের জন‍্য ডাস্টবিন স্থাপনের দাবি

ঝালকাঠি পৌরসভায় ময়লা-আবর্জনা অপসারণের জন‍্য ডাস্টবিন স্থাপনের দাবি

 

ঝালকাঠি পৌরসভার ৫নং ওয়ার্ডের আমতলা সড়কের ময়লা-আবর্জনা অপসারণ এবং অস্থায়ী ডাস্টবিন বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার৪ জুলাই দুপুর সাড়ে বারটায়  প্রেসক্লাব মিলনায়তনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে ঝালকাঠি শহরের ময়লা আবর্জনা এবং বর্জ্য ব্যবস্থাপনার দুর্দশার চিত্র তুলে ধারা হয় এবং দুর্দশা লাঘবে নানা সুপারিশ করা হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন, ঝালকাঠি জেলা জাতীয় পার্টি সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আনোয়ার হোসেন আনু, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী দিপু হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী মহিলা লীগের সদস্য ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো মিসেস উম্মে সালমা, জেলা জাতীয়তাবাদী যুব দলের সদস্য সচিব ও ফেলো ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো এডভোকেট আনিসুর রহমান খান,  জেলা জাতীয় মহিলা পাটির্র মহিলা বিষয়ক সম্পাদক ও ফেলো ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল মেহেবুবা আক্তার চম্পা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো এড. আনিসুর রহমান, উম্মে সালমা ও  মেহেবুবা আক্তার চম্পা। 

লিখিত বক্তব্যে তাঁরা বলেন, ঝালকাঠি শহরের আমতলা গলি সড়কে ময়লা আবর্জনা অপসারণ এবং ডাস্টবিন স্থাপনের জন্য তাঁরা তিন জন রাজনৈতিক ফেলো স্থানীয় লোকজনকে নিয়ে পরামর্শসভা করেন এবং পৌরসভার মেয়রের কাছে ৪০ জন স্থানীয় বাসিন্দার স্বাক্ষর নিয়ে আবেদন করেন। বর্তমানে আমতলা গলি সড়কে র্বজ্য ব্যবস্থাপনার কিছুটা উন্নয়ন হয়েছে কিন্তু পৌর শহরের একমাত্র বড় বাজারসহ শহরের একাধিকস্থানে ময়লা আবর্জনার স্তুুপ রয়েছে এবং ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। সামান্য বৃস্টি হলেই বাজার এলাকা হাটু পানিরত তলিয়ে যায়। বাজারের সমস্যা সমাধানে অতিদ্রæত পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করা হয়। ঝালকাঠি  বাজার কমিটির সাধারণ সম্পাদক রাব্বি বলেন, মাছ বাজার ও কাঁচা বাজারে একটি  ড্রেন ছিল। বাজারের মধ্যে সড়কের কাজ করার সময় ড্রেনের মুখ বন্ধ হয়ে গেছে। বাজারে প্রায় ৩০০ ব্যবসায়ীরা মসজিদের টয়লেট ব্যবহার করেন। বাজারের উন্নয়নের জন্য আমরা  পৌরসভাকে অনুরোধ করেছি। তাঁরা শুধু আশ্বাস দেয়।