ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

‘বেশি বেশি মাছচাষকরি, বেকারত্ব দূর করি’ শ্লোগানে ঝালকাঠিতে মাছের পোনা অবমুক্তকরণ, সফল মৎস্য খামারীদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা সহ নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।  

রোববার সকাল সাড়ে ১০টায় সদর ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুএমপি। অনুষ্ঠানে জেলাপ্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার মো. শাহআলম, সাধারন সম্পাদকএ্যাড. খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুররহমান, পৌর মেয়র লিয়াকত আলীতালুকদার, জেলা মৎস্যকর্মকর্তা রিপর কান্তি ঘোষপ্রমুখ বক্তব্য দেন। পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করাহয়। 

প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, দেশের অর্থনীতির চাকা স্বচল এবংগ্রামীন অর্থনীতিকে সমৃদ্ধ করতে মৎস্য সম্পদ গুরুত্বগূর্পণ অবদান রাখছে। অসাধু মৎস শিকারীদের কারণে দিনদিন প্রাকৃতিক উৎসের দেশীয় মাছ হারিয়ে যাচ্ছে। তিনি বলেন, এ চাষে বেশি করে যুবসমাজকে সম্পৃক্ত করতে পারলে একদিকে তাদের আর্থ সামাজিক আবস্থার উন্নয়ন হবে অন্যদিকে দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগমহবে। ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা মৎস্যঅধিদপ্তর যৌথভাবেএরআয়োজনকরে।