ঝালকাঠিতে তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঝালকাঠিতে তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঝালকাঠিতে কলেজভিত্তিক তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৮ মার্চ) সকাল ১০ টায় ঝালকাঠি সরকারি কলেজে উক্ত ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

ঝালকাঠি সরকারি কলেজের আয়োজনে এবং টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝালকাঠির সহযোগিতায় ওরিয়েন্টেশনে উক্ত কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী।টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমানের সঞ্চালনায় ওরিয়েন্টেশনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির (সনাক) ইয়েস উপকমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম তালুকদার। 

এছাড়া বক্তব্য রাখেন ঝালকাঠি সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শুকদেব বাড়ৈ, শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ ইলিয়াস বেপারী প্রমুখ।ওরিয়েন্টেশনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্য অধিকার আইন-২০০৯ এর উপর বিস্তারিত বিষয় তুলে ধরা হয়। ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী ৭২ জন শিক্ষার্থী হাতে-কলমে তথ্য প্রাপ্তির আবেদন ফরম পুরন করা শিখে এবং ৫৮ জন শিক্ষার্থী টিআইবির ইয়েস গ্রুপের সহযোগিতায় বিভিন্ন দপ্তরে তথ্য চেয়ে আবেদন করে। 

এছাড়া শিক্ষার্থীরা তথ্য অধিকার আইন-২০০৯ এর উপর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী তিনজনকে ক্রেস্ট ও বই উপহার দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক (বাংলা) মাসুম বিল্লাহ, সনাকের ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যবৃন্দ, টিআইবি কর্মীবৃন্দ।