ঝালকাঠিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে, স্থাণীয় দৈনিক গাউছিয়া পরিবার এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, অনুষ্ঠানে সভপতিত্ব করেন দৈনিক গাউছিয়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত এবং অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক গাউছিয়া পত্রিকার প্রকাশক অলোক সাহা এ সময় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক দুলাল সাহা, সাংবাদিক আল-আমিন তালুকদার । অনুষ্ঠানে ঝালকাঠিতে কমর্রত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতায় সরকারের সর্বাত্বক সহযোগিতা রয়েছেন বলে জানান। পরবর্তিতে সাংবাদিকগণ যাতে মুক্ত ও স্বাধীনভাবে কাজ করতে পারে এ জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।