ঝালকাঠীতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে আহত, শেবাচিমে ভর্তি

ঝালকাঠীর পৌরসভার এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে এলোপাথারি কুপিয়ে আহত করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার জন্য দলীয় প্রতিপক্ষকে দায়ী করেছেন আহতের স্বজনরা।
আহতের নাম আজাদ রহমান। তিনি ঝালকাঠী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত পৌর নির্বাচনে তিনি কাউন্সিলর প্রার্থী ছিলেন। আসন্ন পৌর নির্বাচনেও তিনি ওই ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী।
স্বজনরা জানান, গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে আজাদ রহমান মোটর সাইকেলযোগে নিজ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে পালবাড়ি মোড় এলাকা অতিক্রমকালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় তারা। আহতাবস্থায় রাত পৌনে ১০টার দিকে তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। এই হামলা নির্বাচন কেন্দ্রিক দাবী করে এর জন্য দলীয় প্রতিপক্ষকে দায়ী করেছেন তারা।