ঝালাকাঠিতে মামা ও মামাতো ভাইদের মারধর করে নগদ টাকা ছিনিয়ে নিয়েগেল ভাগ্নে

শত্রুতার জের ধরে ঝালাকাঠি আদালত চপ্তরে মামা এবং মামাতো ভাইদের মারধর করে নগদ টাকা ছিনিয়ে নিয়েগেছে প্রতিপক্ষরা সন্ত্রাসী ভাগ্নে। সোমবার (২২ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে ঝালকাঠি কোর্ট কম্পাউন্ডের ভিরে এ ঘটনা ঘটে। আদালত এলাকায় এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সূত্র জানাযায়, সোমবার দুপুরে ঝালকাঠি বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে নলছিটি থানার মোল্লার হাট ইউনিয়নের কামদেবপুর গ্রামের নুরুল আলম মাস্টার (গং) এর নামে জমি সংক্রান্ত একটি সাতধারা মামলা করে তার ভাগিনা মো. সাইদুর রহমান পিতা: মো. মতিউর রহমান সিকদার। মামলা এম আর নং ৫২/২০(ঝালকাঠি)। উক্ত মামলায় আদালতে হাজিরার তারিখ ছিলো সোমবার।
পূর্ব পরিকল্পিত ভাবে মামলার বাদিসহ তার ক্যাডার বাহিনী ওৎপেতে থাকে ঝালকাঠি আদালত এলাকার জেলা প্রশাসক কার্যালয়ের পিছনে। এসময় মামলার আসামী হারুন আর রশিদ, মো. সোহেল মাহমুদ, মো. সোয়েব আক্তার, লাভলী বেগম, তাছলিমা বেগম, বজলু মোল্লা, হাবিব প্যাদা ও দুলু মোল্লা হাজিরা দিয়ে আদালত থেকে বেড়িয়ে যাবার পথেমধ্যে ঝালকাঠি পুলিশ সুপারের বাস ভবনের সামনে মামলার বাদি সাইদুর রহমান (সজিব) সহ তার ক্যাডার বাহিনী নিয়ে হামলা চালিয়ে তাদের সাথে থাকা নগদ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় তারা। এসময় হামলায় গুরুতর আহত মো. সোয়েব আক্তার ও মো. সোহেল মাহমুদ কে স্থানীয় সদর হাসপাতালে ভর্তিকরা হয়। অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা নেয়।
এবিষয়ে আহত মো. সোহেল মাহমুদ জানান, বাদিপক্ষ মো. সাইদুর রহমান (সজিব) নানা বাড়ির ফরাজ সম্পত্তি বিভিন্ন দাগে পাওয়ায় উক্ত সম্পত্তি এক জায়েগা থেকে নেয়ার জন্য জোর জাবস্তি করে। সাইদুর রহমানের আবদারে তার মামারা রাজি না হওয়ায় বিভিন্ন ভাবে হুমকী ধামকী দিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় মিথ্যের আশ্রয় নিয়ে ঝালকাঠি বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে একটি সাতধারা মামলা দায়ের করেন সাইদুর রহমান। সোমবার সেই মামলার হাজিরা দিতে আদালতে আসলে আমাদের উপর হামলা চালায় সাইদুর রহমান ও তার ক্যাডার বাহিনী।
তিনি আরো জানান, এঘটনার পরপরই আহত অবস্থায় আমরা ঝালকাঠি বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে বিচারকের কাছে হাজির হয়ে উক্ত ঘটনার কথা জানাই। এসময় বিচারক বিষয়টি আমলে নিয়ে আমাদের লিখিত অভিযোগ দায়ের করতে বলেন। যা পরবর্তীতে আদালতের কাছে অ্যাডভোকেরটের মাধ্যমে লিখিত বর্ননা দিয়ে জমা দেয়া হয়েছে।
এ বিষয়ে হামলাকারী মো. সাইদুর রহমান (সজিব) এর মুঠোফোন (০১৭১১....৫৪) নম্বরে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননী।