ঝড়ের কবলে বঙ্গোপসাগরে দুটি জেলে ট্রলার ডুবি

বরগুনার তালতলী উপজেলার আসারচর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে লালদিয়ারচর সংলগ্ন বঙ্গোপসাগরে শুক্রবার ভোররাতে ঝড়ের কবলে পড়ে একটি ও পায়রা (বুড়িশ্বর) নদীর সাগর মোহনায় জাল ফেলতে গিয়ে ঝড়ের কবলে পড়ে আরো একটি জেলে ট্রলার ডুবে যায়।
নিমজ্জিত ট্রলার দুটি উপজেলার নিদ্রারচর এলাকার জাফর মাঝির এফবি হাওলাদার ও মজনু মেম্বারের এফবি মায়ের দোয়া। ওই ট্রলার দুটিতে থাকা ১৯ জন জেলেকে অন্য দুটি মাছ ধরার ট্রলারে উদ্ধার করলেও আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিমজ্জিত ট্রলার দুটি উদ্ধার করা সম্ভব হয়নি।
নিদ্রারচর এলাকার শহীদ আড়তদার জানান, একই এলাকার জাফর মাঝির এফবি হাওলাদার নামক ট্রলারটি ১৩ জন জেলেসহ বৃহস্পতিবার বিকেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। পরের দিন আজ শুক্রবার ভোররাতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পার্শ্ববর্তী একটি ট্রলারে ডুবে যাওয়া ট্রলারের ১৩ জন জেলেকে উদ্ধার করলেও নিমজ্জিত ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।
অপরদিকে মজনু মেম্বারের মালিকানাধীন মায়ের দোয়া নামক অপর মাছ ধরার ট্রলারটি ছয়জন জেলেসহ পায়রা (বুড়িশ্বর) নদীর সাগর মোহনায় জাল ফেলতে গেলে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। সংবাদ পেয়ে তীর থেকে অন্য দুইটি ট্রলার গিয়ে ডুবে যাওয়া ট্রলারের ছয়জন জেলেকে উদ্ধার করলেও ট্রলারটির কোন সন্ধান মেলেনি।
নিদ্রা নৌপুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ রবিউল ইসলাম মুঠোফোনে ট্রলার ডুবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে দুটি ট্রলার ডুবে গেলে ১৯ জেলেদেরকে উদ্ধার করা হয়েছে। তবে ট্রলার দুটির কোনো খোজ মেলেনি।