টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওমানে ক্যাম্প করার পরিকল্পনা

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওমানে ক্যাম্প করার পরিকল্পনা

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওমানে ক্যাম্প করার পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে ওমান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনাও চালিয়ে যাচ্ছে বিসিবি।

দ্রুতই হয়তো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবে দুই বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খানের কথায় এমন ইঙ্গিতই মিলল। ইতিবাচক সাড়া মিলবে বলেই আশা আকরামের।

সংবাদমাধ্যমকে আকরাম বলেন, ‘একটু আগেই আমরা যেতে পারি কি-না এ ব্যাপারে ওমান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছি। বিশ্বকাপের আগে আমরা এক সপ্তাহের ক্যাম্প করতে চাই। এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। তবে আমরা ইতিবাচক সাড়া পাব বলে আশা করছি।’

সংযুক্ত আরব আমিরাত ও ওমানে ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওমানের বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশসহ খেলবে মোট ৮টি দল। অন্য দলগুলো হলো- শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউগিনি।

দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। উভয় গ্রুপ থেকে সেরা দুটি করে দল বিশ্বকাপের ‘সুপার টুয়েলভ’ পর্বে কোয়ালিফাই করবে। র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ৮টি দল সরাসরি ‘সুপার টুয়েলভ’ পর্বে খেলবে। তাদের সঙ্গে যোগ হবে বাছাইপর্ব পেরিয়ে আসা চার দল।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এখন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সেপ্টেম্বরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মাঝে ইংল্যান্ড ক্রিকেট দলেরও ঢাকায় আসার কথা ছিল। তবে সিরিজটি পিছিয়ে ২০২৩ সালে নিয়ে যাওয়া হয়েছে।