টি-টোয়েন্টি সিরিজ ড্র করল আফগানিস্তান

টি-টোয়েন্টি সিরিজ ড্র করল আফগানিস্তান

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মাত্র ২ উইকেট হারিয়ে ২ ওভার ২ দল বাকি থাকতেই স্বাগতিকদের দেয়া ১১৬ রানের টার্গেট অতিক্রম করে জয় আনে আফগান ব্যাটাররা।

শনিবার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সিরিজ নিশ্চিতের লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ মাত্র ১১৫ রান।

টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় বড় হয়নি বাংলাদেশের সংগ্রহ। প্রথম ১০ ওভারে সংগ্রহ করে মাত্র ৪৭ রান। যেখানে পাওয়ারপ্লেতে ছিল ৩৩। তবে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম ৪৩ রানের পার্টনারশিপে ভর করে শতের ঘর পার করে টাইগাররা।

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় মাত্র ১১৫ রান।

সংক্ষিপ্ত স্কোর

টস: বাংলাদেশ

বাংলাদেশ: ১১৫/৯ (২০ ওভার)

আফগানিস্তান: ১২১/২ (১৭.৪ ওভার)