টোকিওতে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত

টোকিওতে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত

জাপানের রাজধানী টোকিওতে মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত প্রথম একজন রোগী শনাক্ত হয়েছেন। এই ব্যক্তি সম্প্রতি ইউরোপ থেকে ঘুরে আসেন। সোমবার টোকিওর গভর্নর ইউরিকো কোইকে এ কথা জানান। 

সাংবাদিকদের তিনি বলেছেন, ৩০-এর কোঠায় থাকা এক ব্যক্তির মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। তিনি সম্প্রতি ইউরোপ থেকে ফিরেছেন। তিনি বর্তমানে টোকিওর একটি হাসপাতালে ভর্তি আছেন। 

তবে তার ব্যাপারে বিস্তারিত তথ্য দেননি গভর্নর। তথ্য সংগ্রহ, ক্লিনিকে রোগীদের পরীক্ষা ও ভর্তির জন্য জাপান সরকার টাস্কফোর্সের এক বৈঠক ডাকার করার কয়েক ঘণ্টা পরই দেশটিতে মাঙ্কিপক্স আক্রান্ত রোগী শনাক্ত হলো। 

সূত্র: রয়টার্স