ট্রলের মুখে জয়া আহসান

একটি ছবি পোস্ট করা নিয়ে শুরু হয়ে গিয়েছে নানারকম কুরুচিকর মন্তব্য! যার কারণে আবারও ট্রলের মুখের পড়লেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ছবি পোস্ট করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া। অফ শোল্ডার সাদা পোশাকে, কোঁকড়ানো চুলে তাকে মোহময়ী দেখিয়েছে। আর সেই ছবি পোস্ট হওয়ার পর থেকেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে।
কিন্তু নেটাগরিকদের একাংশকে জয়ার পোশাকের ধরন এবং বয়স নিয়ে বাজে মন্তব্য করতে দেখা যায়। ওই পোস্টে অবলীলায় তারা কুরুচিকর ভাষায় অভিনেত্রীর উদ্দেশে বিভিন্ন কথা লিখতে থাকেন। তবে চুপচাপ বসে থাকেননি অভিনেত্রীর ভক্তরা। অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ তার শুভানুধ্যায়ীরা। তাদের মধ্যে অনেককেই কুরুচিকর মন্তব্যকারীদের এক হাত নিয়েছেন।