ট্রাকে চাপা পড়ে নিহত দুই শিক্ষক

ট্রাকে চাপা পড়ে নিহত দুই শিক্ষক

নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছেন মোটরসাইকেল আরোহী মাদ্রাসার দুই শিক্ষক। তারা হলেন খলিলুর রহমান এবং বেলাল হোসেন। নিহতরা দুজনই একই দ্রাসার শিক্ষক। আহত হয়েছেন আব্দুল হামিদ নামে আরো এক শিক্ষক।

শনিবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের ফেরিঘাট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা নাটোর শহরের তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদ্রাসার শিক্ষক।

বাংলাদেশ জার্নালকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সিংড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কিশোর কুমার রায়। তিনি বলেন, মাদ্রাসার তিন শিক্ষক মোটরসাইকেলযোগে নাটোর থেকে বগুড়ায় যাচ্ছিলেন। সকাল আটটার দিকে পুরাতন ফেরিঘাট সংলগ্ন সিংড়া ব্রিজের পূর্ব পাশে আসার পর একটি ট্রাক পেছন থেকে বাইকটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই বাইক আরোহী খলিলুর রহমান এবং বেলাল হোসেন মারা যান। আহত হন মোটরসাইকেল চালক আব্দুল হামিদ। খবর পেয়ে পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এছাড়া লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত খলিলুর রহমানের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ পেচুয়া গ্রামে ও বেলাল হোসেনের বাড়ি নাটোর তেবাড়িয়ায়।

দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান এসআই কিশোর কুমার