ট্রেড লাইসেন্স না থাকায় বরিশালে ৫ দোকান মালিককে জরিমানা

ট্রেড লাইসেন্স না থাকায় বরিশালে ৫ দোকান মালিককে জরিমানা


বরিশালে হালনাগাদ ট্রেড লাইসেন্স না থাকায় ৫টি দোকান থেকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে নগরীর কাঠপট্টি রোডের জুম্মান ব্রাদার্স, টি. কে জুয়েলার্স, সোনিয়া টেইলার্স, শ্যামসুন্দর কসমেটিক্স ও তন্নী হারবাল বিউটি পার্লারে হালনাগাদ ট্রেড লাইসেন্স না থাকায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট সাড়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক রাসেল খান এবং ট্রেড লাইসেন্স সুপারিন্টেনডেন্ট মো. শহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।